বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক ও পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারির হোতা সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
Advertisement
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৩ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে উপসহকারী পরিচালক জাকির হোসেন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।
স্থাবর সম্পদের মধ্যে, মানিকগঞ্জের কালকিনি উপজেলার ১৮ শতাংশ জমি রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে, সোহানের নামে থাকা একটি গাড়ি ও দুটি ব্যাংক হিসাব রয়েছে। গাড়ি মূল্যসহ ব্যাংক হিসাবে রয়েছে ২৩ লাখ ১ হাজার ৫৯৯ টাকা।
আরও পড়ুন আবেদ আলীর ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট-বাড়িসহ ৮ বিঘা জমি জব্দ কুলি থেকে কোটিপতি পিএসসির গাড়িচালক আবেদ আলীঅবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, আসামি সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের সম্ভবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি সিয়ামের নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
Advertisement
গত ৭ এপ্রিল দুদকে অভিযোগ থাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের একটি গাড়ি, ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও দুটি ফ্ল্যাট, একটি ছয় তলা বাড়িসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত।
আরও পড়ুন সেই আবেদ আলীর অ্যাকাউন্টে ৪১ কোটি টাকার ‘সন্দেহজনক’ লেনদেনএর আগে গত ৫ জানুয়ারি অবৈধভাবে পাঁচ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন এবং প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে আবেদ আলী, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও তাদের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক।
এমআইএন/এমকেআর/জিকেএস
Advertisement