স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও দেশের নিজস্ব এয়ার অ্যাম্বুলেন্স নেই। জুলাই গণঅভ্যুত্থানে মারাত্মক আহত ৪০ জনকে বিদেশি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৬ জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন।
Advertisement
তিনি আরও বলেন, চিকিৎসার জন্য বিদেশে পাঠানো আহতদের মধ্যে মুমূর্ষু চারজনকে ভাড়া করা অ্যাম্বুলেন্সে বিদেশি হাসপাতালে পাঠানো হয় । তাদের মধ্যে একজন রোগীর পেছনে সাড়ে ছয় ও অন্য এক রোগীর জন্য সাড়ে ৩ কোটি টাকা খরচ হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয় যাচ্ছে।
Advertisement
এই গণঅভ্যুত্থানে ৮৬৪ জন নিহত ও ১৪ হাজারেরও বেশি আহত হন। আহতদের মধ্যে ২১ জন দুই চোখ ও ৪৫০ জন এক চোখ হারিয়েছেন। তারা মারাত্মক ট্রমায় ভুগছেন। তাদের জোড়াতালি দিয়ে মানসিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমইউ/এএমএ/জেআইএম