মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে চিপস তৈরির অপরাধে কারখানা মালিক একাব্বর আলী আকবরকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
রোববার (১৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সদরের রামগতি এলাকায় ‘মদিনা পটেটো চিপস’ কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময় কারখানায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। নিরাপদ খাদ্য কর্মকর্তা আতিকুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু জাগো নিউজকে জানান, কারখানায় আলুর বদলে ময়দা ও রাসায়নিক রং ব্যবহার করে চিপস তৈরি হচ্ছিল। অস্বাস্থ্যকর পরিবেশেই তা উৎপাদন করা হয়। তাই স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় কারখানার মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
Advertisement
এম এ মালেক/জেডএইচ/জেআইএম