চট্টগ্রামে পেশাদার চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ এপ্রিল) ভোরে তাদের গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ।
Advertisement
গ্রেফতাররা হলেন- লালমনিরহাট জেলার সদর থানাধীন উত্তর সাফতানা কুদালপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. হেলাল উদ্দিন সাগর (৩০), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন আজিমনগর লম্বাহাটি গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. জাবেদ (২২), চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন সৈয়দপুর স্কুল এলাকার দিলু মিয়ার ছেলে ইদু মিয়া (২১) এবং চন্দনাইশ থানাধীন নাজিরহাট এলাকার প্রয়াত নুরুল হকের ছেলে মো. হাসান ওরফে এনাম (২৪)।
তারা চান্দগাঁও এলাকার বিভিন্ন ভাড়া বাসায় ও ভাসমান হিসেবে বসবাস করে বলে জানিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) আফতাব উদ্দিন বলেন, রোববার ভোররাতে চারজন পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবার বাড়ি চট্টগ্রাম মহানগরীর বাইরে। তাদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি।
Advertisement
এমডিআইএই/এমআইএইচএস/জিকেএস