টেন্ডারে অংশ নেওয়ায় এক যুবককে মারধরের ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার পদ স্থগিত করা হয়।
Advertisement
শনিবার ( ১২ এপ্রিল) জেলা কৃষকদলের সভাপতি মো. ওসমান আলী সই করা এক বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে। এছাড়া জালাল উদ্দিনের সঙ্গে জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মীদের সকল পর্যায়ে সাংগঠনিক সর্ম্পক না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
গত বুধবার (৯ এপ্রিল) কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামে এক যুবককে মারধর করেন কৃষকদলের নেতা জালাল উদ্দিন। ওই ঘটনায় ভুক্তভোগী রাসেল রানা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশ পায়।
Advertisement
শাহজাহান নবীন/এমএন/এমএস