দেশজুড়ে

দুই মাস জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ২২ শিশু-কিশোর

দুই মাস জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেলো ২২ শিশু-কিশোর

রংপুরের কাউনিয়ায় একটানা দুই মাস জামাতে নামাজ পড়ায় ২২ শিশু-কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়া আরও ৯৭ জনকে স্কুলব্যাগ, বল, ক্রিকেট ব্যাট ও মগ পুরস্কার দেওয়া হয়েছে।

Advertisement

শনিবার (১২ এপ্রিল) বিকেলে স্থানীয় লোকজন ও মুসল্লিদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়। শিশু-কিশোরদের মসজিদমুখী করতে ওই এলাকার আল-বায়তুল মুয়াজ্জাম জামে মসজিদ কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়। ইতিবাচক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে গ্রামবাসী।

জানা যায়, সমাজ পরিবর্তন ও ইসলামিক জীবন গড়ার লক্ষ্যে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে সালাত ক্যাম্পেইনের ঘোষণা দেয় আল-বায়তুল মুয়াজ্জাম জামে মসজিদ কর্তৃপক্ষ। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৬০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ায় ২২ শিশু-কিশোরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক, মসজিদের খতিব মুহাম্মদ ইদরীস বিন শাহজামাল, সভাপতি নাকিব হোসেন, মাদরাসা মুহাম্মাদীয়ার সভাপতি মাহমুদার রহমান সোনা, সেক্রেটারি নাকিবুল আখতার বুলবুল, সাবেক কাউন্সিলর রমজান আলী, সমাজসেবক আশরাফুল আলম, তৌহিদুল ইসলাম নয়ন, দুলাল আহমেদ, শামীম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

জিতু কবীর/এমএন/জেআইএম