জাতীয়

৭ বিভাগে বৃষ্টি হতে পারে

৭ বিভাগে বৃষ্টি হতে পারে

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমেছে। ফলে গত কয়েকদিনে দেশের তাপমাত্রা গড়ে ১ থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস কমেছে। এ অবস্থায় আজও দেশের সাত বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Advertisement

সংস্থাটি জানিয়েছে, আজ রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান ও বাগেরহাট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন

Advertisement

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ১৫ তারিখ থেকে তাপমাত্রা আরও কমবে। পাশাপাশি তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কম।

তিনি জানান, সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক আয়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

আরএএস/বিএ/এমএস

Advertisement