জাতীয়

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

দেশের ১১ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১৩ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, কুমিল্লা, রংপুর, বগুড়া, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

৭ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ গরমের ভোগান্তি কমতে পারে, স্বস্তি দেবে বৃষ্টি দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement

এদিকে আজ রোববার থেকে আগামী ২০ এপ্রিল পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে গরম কিছুটা কমতে পারে।

আরএএস/এমআরএম/এমএস