খেলাধুলা

বিফলে রিজওয়ানের সেঞ্চুরি, ২৩৪ রান টপকে জয় করাচির

বিফলে রিজওয়ানের সেঞ্চুরি, ২৩৪ রান টপকে জয় করাচির

জমে উঠছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের ১০তম সংস্করণের তৃতীয় ম্যাচেই দেখা গেছে রান-উৎসব। ৪৭০ রানের ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের দল মুলতান সুলতানসকে ৪ উইকেটে হারিয়েছে করাচি কিংস।

Advertisement

শনিবার করাচির ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে রিজওয়ানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৩৪ রান করে মুলতান। জবাবে জেমস ভিন্সের ঝোড়ো সেঞ্চুরিতে ৪ বল আর ৪ উইকেট হাতে রেখে বিশাল লক্ষ্য টপকে যায় করাচি।

লক্ষ্য তাড়ায় ৭৯ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল করাচি। কিন্তু পঞ্চম উইকেটে ১৪২ রানের ম্যাচ জেতানো জুটি করেন খুশদিল শাহ ও ভিন্স। ১৮তম ওভারের শেষ বলে ৪৩ বলে ১০১ রান (১৪ চার ও ৪ ছক্কা) করে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন ভিন্স।

পরের ওভারেই আউট হন খুশদিল। ৩৭ বলে ৬০ রান করেন তিনি। শেষে ম্যাচ জিতিয়ে আসেন ইরফান খান (৩ বলে ৫) ও আব্বাস আফ্রিদি (৪ বলে ৯)।

Advertisement

এর আগে মুলতানের হয়ে ৬৩ বলে ১০৫ রানের (৯ চার ও ৫ ছক্কা) হার না মানা ইনিংস খেলেন অধিনায়ক রিজওয়ান। মাইকেল ব্রাসওয়েল ঝড়ের গতিতে ১৭ বলে ৪৪ রান তোলেন। এছাড়া কামরান গুলাম ৩৬ ও উসমান খান ১৯ রান করেন।

দিনের প্রথম ম্যাচে পেশওয়ার জালমিকে ৮০ রানে হারিয়েছে কুয়েটা গ্লাডিয়েটরস। কুয়েটার ৩ উইকেটে ২১৬ রানের জবাবে পেশওয়ার গুটিয়ে যায় মাত্র ১৩৬ রানে।

এমএইচ/এমএস

Advertisement