বিনোদন

একাত্মের ডাকে বিজু উৎসবে নওশাবা

একাত্মের ডাকে বিজু উৎসবে নওশাবা

চৈত্রসংক্রান্তিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিজু উৎসবে এক হওয়ার ডাক দিয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। উৎসব করে পুরাতন বছরকে বিদায় জানাতে একাত্ম হওয়ার এ আহ্বানে ‘ঐক্যের রং’ নামের একটি ভিডিওচিত্রে দেখা যাবে তাকে।

Advertisement

পার্বত্য অঞ্চলের চৈত্র বিদায়ের উৎসব বিজুর আবহে ভিডিওচিত্র ‘ঐক্যের রং’ নির্মাণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা টুগেদার উই ক্যান। এতে অংশ নিয়েছেন অভিনেত্রী নওশাবা। সংস্থাটি জানায়, সাংস্কৃতিক সম্প্রীতি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং আদিবাসী সম্প্রদায়ের গভীরে প্রোথিত ঐতিহ্যের আবেগগত সারাংশ ধারণ করে এই উৎসব।

বৃষ্টি চাকমা ও কাজী নওশাবা আহমেদ বিজু উৎসবের আবহে

‘ঐক্যের রং’ ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের বন্ধুকে সঙ্গে নিয়ে তাদের রীতি ও সংস্কৃতি অনুসরণ করে একাত্ম হয়েছেন নওশাবা। তিনি বলেন, বিজু উৎসবের বাংলা নববর্ষের প্রাণবন্ত দৃষ্টিকোণ থেকে একত্মের চেতনা উদযাপনে এক থিম্যাটিক শুটে অংশ নিয়েছিলাম। উদ্যোগটি নিয়েছে টুগেদার উই ক্যান। এ যাত্রায় বিজুর রঙিন আচার-অনুষ্ঠান এবং বন্ধুদের পুনর্মিলনকে শক্তিশালী দৃশ্যমান আখ্যানের সাথে তুলে ধরা হয়েছে, যা ধর্ম-বর্ণের সীমাবদ্ধতাকে ছাড়িয়ে মানবিক সংযোগকে প্রতিফলিত করে। এর মাধ্যমে আমরা সহানুভূতি, ঐক্য এবং আনন্দ ভাগাভাগি করার মানসিকতা ও মূল্যবোধকে সম্মান জানিয়েছি, যা উৎসব এবং একতার সর্বজনীন ধারণাকে সংজ্ঞায়িত করে।’

Advertisement

আরও পড়ুন:এ উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলির সঙ্গে তুলনা করলেন নওশাবাসেই মঞ্চনাটকে অভিনয় করবেন নওশাবাস্থায়ী জামিন পেলেন অভিনেত্রী নওশাবা

বৃষ্টি চাকমা ও কাজী নওশাবা আহমেদ

‘ঐক্যের রং’র মূল ভাবনা এবং নির্দেশনা দিয়েছেন কাজী নওশাবা আহমেদ। রাঙামাটিতে বসবাসরত নৃগোষ্ঠীর মানুষদের সঙ্গে এতে অংশ নিয়েছেন কাজী নওশাবা আহমেদ এবং বৃষ্টি চাকমা। আজ ‘টুগেদার উই ক্যান’র ফেসবুক পেজ ও ইউটিউবে দেখা যাবে ভিডিওটি।

আরএমডি/জেআইএম

Advertisement