ফিলিস্তিনের জেরুজালেমের ওপর আঘাত মুসলিম উম্মাহ সহ্য করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা, জেরুজালেমে লাখ লাখ নবি-রাসুলের স্মৃতিবিজাড়িত। এই স্মৃতি মুছে দিয়ে ইহুদিরা ফিলিস্তিন দখল করতে যাচ্ছে। অথচ ফিলিস্তিনের দয়ায় ইসরায়েল সৃষ্টি হয়েছে।
Advertisement
শনিবার (১২ এপ্রিল) মার্চ ফর গাজা কর্মসূচিতে জামায়াতে ইসলামীর যোগদানপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতিসংঘের বিধান উপেক্ষা করে আমেরিকার মদতে ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের দায়িত্বে নিয়োজিতদের উদ্দেশে তিনি বলেন, যদি জাতিসংঘের বিধান বাস্তবায়ন করতে না পারেন, তবে স্বেচ্ছায় পদত্যাগ করুন।
ফিলিস্তিনের প্রতি জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনের বিজয়ের মধ্য দিয়ে বিশ্বে ইসলামের বিজয় হবে। এই বিজয় নিশ্চিত করতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে ইহুদিবাদী ইসরায়েল ও তার দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি বিশ্বব্যাপী ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানান অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
Advertisement
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা আজ ফিলিস্তিনের জনগণের রক্ত নিয়ে হোলি খেলছে, এরা একসময় রিফিউজি ছিল। আরব নেতাদের দয়ায় ফিলিস্তিনের ভূখণ্ডে এই ইহুদি গোষ্ঠীকে আশ্রয় দেওয়া হয়। পরে তারা ইসরায়েল রাষ্ট্র গঠন করে পশ্চিমাদের মদতে পুরো ফিলিস্তিন দখল করার অপচেষ্টায় লিপ্ত হয়। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিন নিঃশেষ করতে বর্বরোচিত হামলা চালাচ্ছে তারা। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল আকসা ধ্বংস করে লাখ লাখ নবি-রাসুলের স্মৃতি মুছে ফেলতে ইহুদিরা উঠে-পড়ে লেগেছে। মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ না হলে তারা এই দুঃসাহসিকতা অব্যাহত রাখবে। এখনই ইহুদিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিহত করতে হবে। নেতানিয়াহুকে সারা বিশ্বে নিষিদ্ধ করতে হবে।
সভাপতির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ইসরায়েল বছরের পর বছর ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। বিশ্বনেতারা বসে বসে সেটি উপভোগ করছেন। জাতিসংঘের ভূমিকায় মুসলিম উম্মাহ বাকরুদ্ধ, বিক্ষুব্ধ। প্রতিরোধ গড়ে তুলে সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলকে প্রতিহত করতে না পারলে ২শ কোটি মুসলিম উম্মাহ বিক্ষুব্ধ হবে। আর এমনটা হলে পশ্চিমারা আপনাদের ক্ষমতা রক্ষা করতে পারবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এএএম/এএমএ/জেআইএম
Advertisement