দেশজুড়ে

ময়মনসিংহে বিএনপির সংঘর্ষে কোপানো হলো ৪ নেতাকে

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চারজনকে কোপানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার পাগলা থানা এলাকার কান্দিপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কবির সরকার, তার ছেলে উস্থি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহরিয়ার শাওন, পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন, উস্থি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এম. রহমান সফল, স্থানীয় ছাত্রদল নেতা জোবায়েত হোসেন স্বপ্নিল ও যুবদল নেতা কায়সার আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের মধ্যে চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত কবীর সরকার বলেন, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসার সময় পথিমধ্যে পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশে তার পক্ষের লোকজন আমাকে ও ছেলে শাওন এবং যুবদল নেতা কায়সারকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। হামলাকারীরা সংখ্যায় ৪০-৫০ জনের মতো ছিল।

বক্তব্য জানতে বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চুর মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, বিএনপি নেতা কবির সরকার ও কৃষক দল নেতা আসাদুজ্জামান সুজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের চারজনকে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জিকেএস