ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নিয়োগ পেয়েছেন উইং কমান্ডার জাকারিয়া মাহবুব।
বিমানবাহিনীর কর্মকর্তা জাকারিয়া মাহবুবকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক (এভসেক) উইং কমান্ডার মো. জাহাঙ্গীর হোসেনকে বিমানবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আরএমএম/এমএএইচ/জেআইএম