যুক্তরাজ্যের বাণিজ্য দূত ও ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। মঙ্গলবার দুপুরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈঠকে যুক্তরাজ্যের বাণিজ্য দূত রোজি উইন্টারটন ও ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাজভিরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু অংশ নেন।
কেএইচ/এমআরএম/এএসএম