জাতীয়

ডাবল মার্ডারে অংশ নেওয়া যুবক গ্রেফতার

ডাবল মার্ডারে অংশ নেওয়া যুবক গ্রেফতার

চট্টগ্রামের বাকলিয়ায় ডাবল মার্ডার কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া মো. সজিব (২৯) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সজিব।

Advertisement

সোমবার (৭ এপ্রিল) সকালে মহানগর ম্যাজিস্ট্রেট মো. মোস্তফার আদালতে জবানবন্দি দেন তিনি। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এর আগে তাকে নগরীর সদরঘাট থানা এলাকা থেকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক চট্টগ্রামের ফটিকছড়ি থানাধীন কাঞ্চন নগর রাজা রাস্তার মাথা এলাকার একটি ওয়ার্কশপ থেকে কিলিং মিশনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গ্রেফতার সজিব ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মধ্য কাঞ্চননগর তকবুল আলীর বাড়ির মো. সেলিম উদ্দিনের ছেলে।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জাগো নিউজকে বলেন, বাকলিয়ার ডাবল মার্ডারের ঘটনায় সিসি ফুটেজ পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া মো. সজিবকে চিহ্নিত করা হয়। এরপর রোববার অভিযান চালিয়ে নগরীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মোতাবেক কিলিং মিশনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাকে সোমবার সকালে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। গ্রেফতার সজিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ কিলিং মিশনে জড়িত অন্যদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ দিনগত রাত দুইটার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি করে মো. আব্দুল্লাহ আল রিফাত ও মো. বখতিয়ার হোসেন ওরফে মানিক নামে দুজনকে হত্যা করা হয়। এ ঘটনায় ১ এপ্রিল নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনকে এজাহারনামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে এ ঘটনায় জড়িত আসামি বেলালকে নগরীর বহদ্দারহাট থেকে এবং মানিককে ফটিকছড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এমডিআইএইচ/এমএইচআর

Advertisement