তথ্যপ্রযুক্তি

অনুমোদন পেলেই নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে স্টারলিংক

আন্তর্জাতিক টেলিযোগাযোগ পরিষেবাদাতা স্টারলিংক নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে। বাংলাদেশে কিছু ডিস্ট্রিবিউটর ও ল্যান্ডিং স্টেশন পার্টনার তারা নিজেরা খুঁজছে, তাদের সঙ্গে কাজ করছে।

Advertisement

সোমবার বিকেলে চার দিনব্যাপী বিজনেস সামিট-২০২৫ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা) ফয়েজ আহমদ তৈয়্যব এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা মার্চ থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে স্টারলিংককে বাণিজ্যিক ভিত্তিতে কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছিলেন।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বিডা, বিটিআরসি ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গাইডলাইন তৈরি করা হয়েছে। এটা নিয়ে আলোচনা করা হয়েছে এবং মতামতের জন্য অনলাইনে দেওয়া হয়েছে। সেখান থেকে ৭৫ ধরনের পরামর্শ পাওয়া গেছে। সে পরামর্শগুলো আমলে নিয়ে গাইডলাইন তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টা তা অনুমোদন দিয়েছেন।

Advertisement

এখন স্টারলিংকসহ (এনজিএসও) অন্যান্য সেবাদাতারা বিটিআরসিতে আবেদন করবেন এবং আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অনুমোদন দেওয়া হবে এবং অনুমোদন পেলে তারা সরকারি ও বেসরকারি বিনিয়োগ পার্টনারদের সঙ্গে কার্যক্রম শুরু করবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, নিয়ম অনুযায়ী প্রথমে বিডার অনুমোদন প্রয়োজন হয়, তারপর বিটিআরসির অনুমোদন লাগে।

তিনি জানান, স্টারলিংক আজ (৭ এপ্রিল) বিটিআরসিতে আবেদন করেছে। বিটিআরসির অনুমোদন পেলে তারা পরবর্তী দিন থেকেই বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে বলে আশিক চৌধুরী জানান।

এমইউ/এমএইচআর

Advertisement