অর্থনীতি

স্টার্টআপ কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল ততটা হয়নি: আশিক চৌধুরী

স্টার্টআপ কমিউনিটি যত বড় হওয়া উচিত ছিল তত বড় এতদিনে হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, বিনিয়োগ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় কোম্পানির বিনিয়োগকারীরা এসেছেন। স্টার্টআপ কমিউনিটির ক্ষেত্রে এতদিন যে চ্যালেঞ্জগুলো দেখে আসছেন সেগুলো নতুন বাংলাদেশে (অন্তর্বর্তী সরকারের সময়ে) অপসারণে সরকারের পক্ষ থেকে সম্মিলিত প্রচেষ্টা চালানো হচ্ছে।

Advertisement

সোমবার (৭ এপ্রিল) বিজনেস সামিটের প্রথম দিনে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

প্যানিক হওয়ার কিছু নেই, যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়বে: প্রেস সচিব প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেয়ে দায়িত্ব ও চ্যালেঞ্জ বেড়েছে

আশিক চৌধুরী বলেন, বিজনেস সামিটের প্রথম দিনে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্টার্টআপ কমিউনিটির জন্য যে ১২০০ কোটি টাকা বরাদ্ধের প্রতিশ্রুতি দেওয়া হলো- সেটি নিয়ে গত দুই মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। ওই সময় বিডা অফিসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আইসিটি মন্ত্রণালয় ও স্টার্টআপ উদ্যোক্তাদের ডেকে সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চেয়েছিলাম।

Advertisement

তিনি বলেন, আজকের সামিটে বিভিন্ন দেশ থেকে আসা বড় বড় বিনিয়োগকারীদের এই বার্তা দেওয়া হয়েছে যে সরকার সব সমস্যা দূর করার ব্যাপারে খুবই আন্তরিক। বাংলাদেশে যারা স্টার্টআপ উদ্যোক্তা রয়েছেন তাদের আমরা বলছি- সরকার আপনাদের পাশে রয়েছে। শুধু ঢাকা বেইজড স্টার্টআপ উদ্যোক্তাদের পাশেই নয়, সারাদেশের উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে সহায়তা ও উন্নতি করতে চাই।

এমইউ/কেএসআর/এমএস