আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৭ এপ্রিল ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

গাজার ৫০ শতাংশ ইসরায়েলের দখলে, নিজভূমে পরবাসী ফিলিস্তিনিরাগত মার্চ মাস থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা শুরুর পর ক্রমাগত নিজেদের দখলদারত্ব বাড়িয়ে চলেছে ইসরায়েল। এখন পর্যন্ত উপত্যকার ৫০ শতাংশ দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এর ফলে নিজ ভূমিতে অস্তিত্বহীন হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৪৪গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় আরও অন্তত ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের ছোড়া রকেট হামলার পর এই বিমান হামলা চালায় ইসরায়েল। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির ডাক কোথা থেকে এলো?গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশসহ বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। ‘নো ওয়ার্ক, নো স্কুল’ বা শীর্ষক এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে পালন করা হচ্ছে সাধারণ ধর্মঘট। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই কর্মসূচি কোথা থেকে শুরু হলো, তা জানেন না অনেকেই।

Advertisement

আল-আকসা মসজিদে অবৈধ দখলদারদের হানাঅধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদে জোরপূর্বক ঢুকে পড়েছে পাঁচ শতাধিক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি। রোববার (৬ এপ্রিল) ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

নেতানিয়াহুর বাড়ির সামনে জিম্মিদের পরিবারের সদস্যদের বিক্ষোভপশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের বাইরে বিক্ষোভ করেছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলি বন্দিদের পরিবারের সদস্য এবং সমর্থকরা। প্রিয়জনদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে তারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। সে সময় তারা গাজায় বন্দি থাকা ৫৯ জিম্মির ছবি নিয়ে বিক্ষোভ করেন।

ভারতে মুসলিম দেশের পতাকা ওড়ানোয় বিদ্যুৎকর্মী বরখাস্ত, গ্রেফতার ৮ভারতের উত্তর প্রদেশে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় একজন চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মীকে বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্তত আটজনকে। রোববার (৬ এপ্রিল) বার্তা সংস্থা পিটিআই’কে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্রাম্পের শুল্কারোপ/ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য অর্ধ শতাধিক দেশের আবেদনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চড়া হারে শুল্ক আরোপ করার পর বিশ্বের ৫০টিরও বেশি দেশ আলোচনার জন্য হোয়াইট হাউজের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

Advertisement

ট্রাম্পের ‘দাওয়াইয়ে’ এশিয়ার শেয়ার বাজারে ধসবৈশ্বিক অর্থনীতিকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি। এর নেতিবাচক প্রভাব থেকে বাদ যায়নি এশিয়ার শেয়ার বাজারও। এই মহাদেশের শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। তবে এই শুল্কনীতিকে ‘দাওয়াই’ হিসেবে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৫০০, এখনো নিখোঁজ ২ শতাধিকভারী বৃষ্টি ও দমকা হাওয়ার পর বজ্রঝড়ের কবলে পড়েছেন মিয়ানমারের ভূমিকম্পে বিধ্বস্ত এলাকার বাসিন্দারা। এতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি, দুর্যোগে যারা বসতবাড়ি হারিয়েছেন ও খোলা জায়গায় বসবাস করছেন, তাদের দুর্দশা চরমে পৌঁছেছে। ভয়াবহ এই দুর্যোগে নিহতের সংখ্যা এরই মধ্যে সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।

মিয়ানমারে ভূমিকম্প পর যুদ্ধবিরতি হলেও সংঘর্ষ থামছে নাভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারের সামরিক সরকার এবং বিদ্রোহী জোট যুদ্ধবিরতির ঘোষণা দিলেও বাস্তবে দেশজুড়ে লড়াই থামেনি। জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গত শুক্রবার পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনী অন্তত ১৪ বার বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছে।

কেএএ/এমএস