খেলাধুলা

বিদ্রোহী ফুটবলারদের পিটার বাটলার বললেন ‌‘পাস্ট ইজ পাস্ট’

বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের মধ্যে সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া ভুটান গেছেন সেই দেশের ঘরোয়া ফুটবলে খেলতে। বাকি ১৪ জনের মধ্যে ১৩ জন আছেন বাফুফে ভবনের আবাসিক ক্যাম্পে।

Advertisement

তহুরা খাতুন অসুস্থ থাকায় রোববার শুরু হওয়া আবাসিক ক্যাম্পে যোগ দিতে পারেননি। সোমবার প্রথম দিন মাঠের অনুশীলন হয়নি, ছিলো জিম সেশন। ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে জিম করেছেন সিনিয়র ফুটবলাররা ছাড়া অন্যরা।

পিটার বাটলারের অধীনে মঙ্গলবার থেকে শুরু হবে মাঠের অনুশীলন। প্রশ্ন হচ্ছে, এই অনুশীলনে কি যোগ দেবেন ক্যাম্পে অবস্থান করা ১৩ বিদ্রোহী ফুটবলার? এ প্রশ্নের উত্তর খুঁজতে সোমবার কৃষ্ণা-মাসুরাদের নিয়ে আলোচনায় বসেছিলেন কোচ পিটার বাটলার। আধাঘণ্টা আলোচনা করে কৃষ্ণাদের অতীতে ঘটে যাওয়া সবকিছু ভুলে যাওয়ার কথা বলেছেন পিটার। তিনি বিদ্রোহী ফুটবলারদের জানিয়ে জানিয়েছেন, ‘পাস্ট ইজ পাস্ট। মঙ্গলবার থেকে আমি যেভাবে সিডিউল দেবো সেভাবে তোমাদের অনুশীলন করতে হবে।’

১৮ ফুটবলার যখন প্রকাশ্যে বিদ্রোহ করেছিলেন তখন কোচও বেঁকে বসেছিলেন সাবিনা-মাসুরাদের ওপর। ওরা শৃঙ্খলা ভঙ্গ করেছে- সাবিনাদের বিরুদ্ধে এমন অভিযোগ ছিল পিটারের। সোমবার আলোচনায় এই প্রসঙ্গ তুলেছিলেন বিদ্রোহের নেতৃত্ব দেওয়া অন্যতম সিনিয়র ফুটবলার মাসুরা পারভীন। পিটার জানিয়ে দিয়েছেন, ‘নির্দিষ্ট কারো ওপর আমার এ অভিযোগ ছিল না। তোমরা অনুশীলন করোনি, সেটা অবশ্যই শৃঙ্খলা ভঙ্গ।’

Advertisement

বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘মঙ্গলবার থেকে মাঠে অনুশীলন শুরু হবে। এতদিন যারা পিটারের অনুশীলন বর্জন করে আসছিলেন তারাও যোগ দেবেন। এশিয়ান কাপ বাছাইয়ের আগে দুইটা ফিফা উইন্ডো আছে। দুই উইন্ডোতেই আমরা প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করছি।’

আরআই/আইএইচএস