খেলাধুলা

রূগগঞ্জ টাইগার্সের কাছে অপ্রত্যাশিত হার গাজী গ্রুপের

জিতলে টেবিলের দ্বিতীয়স্থানের দখল রাখার সুযোগ ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ সোমবার শেরে বাংলায় রূপগঞ্জ টাইগার্সের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে এনামুল হক বিজয়ের দল। ৮ উইকেটের বড় হারে অবস্থার অবনমন ঘটেছে দলটির।

Advertisement

গাজী গ্রুপের হারে বেশি লাভবান হয়েছে মোহামেডান। এখন সমান ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের (৯ ম্যাচে ১৬ পয়েন্ট) পর ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। চলতি মৌসুমে তৃতীয়বার হারের তিক্ত স্বাদ পাওয়া গাজী গ্রুপের পয়েন্ট অগ্রণী ব্যাংকের সমান ১২। তবে রানরেটে বিজয়ের গাজী গ্রুপ তিন নম্বর, অগ্রণী ব্যাংক আছে চারে।

তুলনামূলক বড় দল গাজী গ্রুপকে হারিয়ে এক লাফে তিন দল- ব্রাদার্স ইউনিয়ন, পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে টপকে ৯ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে ৯ নম্বরে জায়গা করে নিয়েছে রূপগঞ্জ টাইগার্স। হোম অব ক্রিকেটে প্রথম ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপদে পড়ে গাজী গ্রুপ। আগের ম্যাচগুলোতে রান পাওয়া ব্যাটারদের কেউই আজ রান পাননি।

ওপেনার সাদেকুর রহমান ১, ছন্দে থাকা অধিনায়ক বিজয় ১০ এবং ফর্মের চূড়ায় থাকা সাব্বির হোসেন ১২ রানে আউট হন। শুরুর বিপর্যয় কেটে উঠতে পারেনি দলটি। ফলে মাত্র ১৫৯ রানে ইনিংস শেষ হয় গাজী গ্রুপের।

Advertisement

ছোট পুঁজি নিয়ে টেবিলের নিচের দিকে থাকা রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে লড়াই করা সম্ভব হয়নি গাজী গ্রুপের পক্ষে। দুই ওপেনার আবদুল মজিদ ও অমিত মজুমদার প্রথম উইকেটে ২৯ ওভারে ১৩৮ রান তুলে দলকে জয়ের পথে অনেক দূর এগিয়ে দেন। মজিদ ৭৯ বলে ৫৩ আর অমিত মজুমদার ৯৮ বলে ৭৬ রান করলে খুব সহজেই ৩৩.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ টাইগার্স। গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪২.১ ওভারে ১৫৯ (সাদেকুর ১, বিজয় ১০, সাব্বির ১২, আমিনুল, শামীম মিয়া ২৪, গাজী মোহাম্মদ ৩৪, তোফায়েল ১৪, শেখ পারভেজ ১৭, আব্দুল গাফফার সাকলাইন ১, আবুল হাশিম ১৫*, মুকিদুল ইসলাম ১৫; মহিউদ্দীন তারেক ৩/২৮, হুস্মা হাবিব মেহেদী ২/২৮, ফয়সাল ২/৯)। রূপগঞ্জ টাইগার্স: ৩৩.৩ ওভারে ১৬৩/২ (আব্দুল মজিদ ৫৩, অমিত মজুমদার ৭৬ , নাসির হোসেন ৯, আসাদুল্লাহ গালিব ১৩*)।

ফল: রূপগঞ্জ টাইগার্স ৮ উইকেটে জয়ী।

এআরবি/এমএইচ/এমএস

Advertisement