খেলাধুলা

রাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল

হার্ট অ্যাটাকের পর প্রায় মৃত্যুমুখে চলে গিয়েছিলেন তামিম ইকবাল। সেখান থেকে অলৌকিকভাবে ফিরে এসেছেন তিনি। সাভারের কেপিজে হাসপাতালের ডাক্তারদের চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পরই তামিমকে নিয়ে আসা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তিনদিন থাকার পর ফিরে আসেন নিজের বাসায়।

Advertisement

ঈদের আগেই জানা গিয়েছিল, বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হতে তামিম বিদেশে যাবেন। সেটা হতে পারে থাইল্যান্ড, সিঙ্গাপুর কিংবা লন্ডন। অবশেষে জানা গেছে, সিঙ্গাপুরেই যাচ্ছেন তিনি।

তামিমের ঘনিষ্ট এক সূত্র থেকে জানা গেছে, আজ রাতেই ১২টার একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওয়ানা হবেন তামিম ইকবাল। তার সঙ্গী হবেন স্ত্রী আয়েশা আক্তার, বড়ভাই নাফিস ইকবাল ও তার বন্ধু এবং সাংবাদিক মিনহাজ উদ্দিন খান।

জানা গেছে, সিঙ্গাপুরের ফ্যারারপার্ক (farrer park) হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মরিস চু এর স্মরণাপন্ন হবেন তামিম ইকবাল।

Advertisement

আইএইচএস/