প্রায় ২০ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন নাসির হোসেন। দুর্নীতির অভিযোগে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এই অলরাউন্ডার।
Advertisement
আজ (সোমবার) শেরে বাংলায় ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরেছেন নাসির। খেলেছেন রূপগঞ্জ টাইগার্সের হয়ে। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮ উইকেটে হারিয়েছে তার দল।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে গিয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে নিষিদ্ধ হয়েছিলেন নাসির। আবুধাবি টি-টেন লিগে আইফোন ‘উপহার’ পাওয়ার তথ্য গোপন করেছিলেন তিনি। অনৈতিক সুবিধা নেওয়ায় ২০২৩ সালে আইসিসি নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল।
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে আজই মাঠে নামেন ৩৩ বছরের নাসির। মাঠে ফিরে প্রথম দিনেই ১০ ওভার বল করেছেন ৩১ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট।
Advertisement
তবে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি। ১১ বলে ৯ রানে আউট হয়ে যান নাসির। যদিও তাতে তার দলের রান তাড়া করতে তেমন সমস্যা হয়নি।
আবদুল মজিদ আর অমিত মজুমদারের ১৩৮ রানের ওপেনিং জুটিতেই জয় নিশ্চিত হয়ে যায় রূপগঞ্জ টাইগার্সের। মজিদ ৫৩ আর অমিত করেন ৭৬ রান।
এর আগে ব্যাটিং ব্যর্থতায় ৪২.১ ওভারে গাজী গ্রুপ ক্রিকেটার্স গুটিয়ে যায় ১৫৯ রানেই। তাহজিবুল ইসলাম ৩১ আর শামীম মিয়া করেন ২৬ রান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
রুপগঞ্জ টাইগার্সের মহিউদ্দিন তারেক ২৮ রানে শিকার করেন ৩টি উইকেট।
Advertisement
এমএমআর/জিকেএস