দেশজুড়ে

বিক্ষোভে উত্তাল সারাদেশ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ক্লাস-পরীক্ষা হয়নি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

Advertisement

পটুয়াখালীসকাল থেকে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পটুয়াখালী সার্কিট হাউজ মোড়ে জড়ো হতে শুরু করে। এ সময় মিছিল পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইলপ্রেস ক্লাবের সামনে থেকে বেলা সাড়ে ১১ টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের শহীদ মিনারে এসে শেষ হয়।

ভোলাদুপু‌রে ভোলা সদর উপ‌জেলার হেফাজতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে। মি‌ছিল‌টি শহ‌রের মহাজনপ‌ট্টি, খ‌লিফা প‌ট্টি মস‌জি‌দের সাম‌নে থে‌কে বের হ‌য়ে শহ‌রের সদর রোড, ব‌াংলা স্কুল মোড়, নতুন বাজার হ‌য়ে একই স্থা‌নে গি‌য়ে সমা‌বেশে মিলিত হয়।

Advertisement

চাঁদপুর সকাল থেকে চাঁদপুর শহর বিভিন্ন স্থানে রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বিক্ষোভ মিছিল করছে। হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহর পদক্ষিণ করে শহরের শপথ চত্বর মোড়ে গিয়ে শেষ হয়।

দিনাজপুরগাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে জড়ো হতে শুরু করে। দুপুর ১২ টার দিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে দিনাজপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফের গোর-এ শহীদ ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে সমবেত হন।

সুনামগঞ্জ দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে যোহরের নামাজ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে জেলার আলফাত স্কয়ার পয়েন্টে জড়ো হন সর্বস্তরের মানুষ, ইমাম মোয়াজ্জিন পরিষদ ও শিক্ষার্থীরা। পরে সেখানে সবাই একত্রিত হয়ে সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনি গণহত্যা বন্ধের দাবিতে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীরা সেখানে ইসরাইলের পণ্য নষ্ট করেন।

ঝিনাইদহবেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে ও প্রতীকী লাশ কোলে নিয়ে বিক্ষোভ করেন।

Advertisement

বেরোবিসোমবার বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল বের করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বক্তব্যর মাধ্যমে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, বেরোবি রেজিস্ট্রার হারুন অর রশীদ ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিক, ডিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিলেটইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেটে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে বিক্ষোভ করেন তারা।

হবিগঞ্জশহরের এম সাইফুর রহমান টাউন হলের সামনে থেকে দুপুর দেড়টায় বিক্ষোভ মিছিলটি বের হয়। শহর প্রদক্ষিণ শেষে মিছিলটি কোর্ট মসজিদের সামনে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমন্বয়ক এনামুল হক সাকিবের নেতৃত্বে উক্ত বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

যশোরদুপুরে শহরের দড়াটানা ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষুব্ধ মানুষ। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেও প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়।

নওগাঁসরকারি কলেজের শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টার দিকে শহিদ ফাহমিন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজ চত্বর প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে।

কালীগঞ্জ (গাজীপুর)সকালে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পথ সভায় মিলিত হয়।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)বেলা সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানি নগর হতে মিছিলে মিছিলে চিটাগাংরোড এসে মিলিত হন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

খাগড়াছড়িদুপুরে খাগড়াছড়িতে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে।

নাটোরপ্রেস ক্লাবের সামনে থেকে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে মিলিত হয়।

বেনাপোলদুপুরে বেনাপোল ও নাভারণ সাতক্ষীরা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

কুমিল্লানগরীর কান্দিরপাড় এলাকায় স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরাসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নোয়াখালীবেলা ১১টা থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে মাইজদীর প্রধান সড়কে জড়ো হয়ে অবরোধ করেন তারা। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে।

মেহেরপুরগাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ জনগণ। বেলা সাড়ে ১০টার দিকে মেহেরপুর পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভৈরব (কিশোরগঞ্জ)বেলা ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড়ে সর্বস্তরের মুসলিম জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে দুর্জয় মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

লক্ষ্মীপুর সকাল ৯ টার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করতে দেখা যায়।

ঝালকাঠিগাজায় ইজরাইলি হামলার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদি জনতা। তৌহিদি জনতার আহ্বানে জেলা শহরে হরতাল পালন করা হয়েছে। শহরের থানার অভ্যন্তরে জরুরি সেবা ব্যতীত সবধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি চলাচল বন্ধ ছিল।

রংপুর বেলা ১১টা থেকে রংপুর নগরীর টাউন হলের গেটের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে সেখান থেকে মিছিল বের করে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে।

ঠাকুরগাঁওবেলা ১১টার দিকে বিভিন্ন স্থান থেকে দল দলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠে জমায়েত শিক্ষার্থী-জনতা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড গোল চত্বরে অবস্থান করে। সেখান থেকে আবার বিক্ষোভ মিছিলটি চৌরাস্তায় এসে অবস্থান নেয়।

সিরাজগঞ্জদুপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্পাসের সামনে থেকে শুরু হয়ে শাহজাদপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ সমাবেশে কর্মসূচি পালিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন।

খুলনাহরের শিববাড়ি মোড়ে জড়ো হয়ে বিকেল সাড়ে ৩টা থেকে শ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা। এ সময় অনেকের হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা এবং ইসরায়েলি পণ্য বর্জনের স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা গেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বিকেল সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ মিনার সংলগ্ন সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন সড়ক ঘুরে শহীদ মিনার পাদদেশে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও পাড়া মহল্লায় প্রতিবাদ মিছিল করে বিক্ষুব্ধরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাকৃবিদুপুরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে কেআর মার্কেট ঘুরে সমাবর্তন চত্বরে এসে শেষ হয়। মিছিলে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।

মেহেরপুরশহরের কোট চত্বর থেকে এটি মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ইসলামী দলগুলো অংশ নেয়।

কিশোরগঞ্জশহরের বিভিন্ন সড়কে সকাল থেকে হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল বের করে। বিকেলে জেলা জামায়াতে শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ বড়বাজারে শেষ হয়।

গাজীপুরসকালে জেলা প্রশাসকের অফিসের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে রাজবাড়ী মাঠ এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা।

মিরসরাই (চট্টগ্রাম)বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার মুসল্লি সমবেত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লতিফিয়া গেট থেকে শুরু হয়ে পৌরবাজার প্রদক্ষিণ করে ফুট ওভার ব্রিজের কাছ থেকে শেষ হয়।

আরএইচ/জিকেএস