দেশজুড়ে

ঝিনাইদহে প্রতীকী শিশুর মরদেহ হাতে জনতার বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ করেছে জনতা। এসময় বিক্ষোভকারীরা কাফনের কাপড় পরে ও প্রতীকী মরদেহ কোলে নিয়ে বিক্ষোভ করেন। এতে কয়েক হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

Advertisement

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহবাসীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ঝিনাইদহ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন, কেসি কলেজের প্রভাষক আলমগীর হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদের পক্ষে তৌফিক হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রত্না খাতুন, কেসি কলেজ ছাত্রদের পক্ষে তাসদিদ হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শহরের পায়রা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মুসলিম বিশ্ব আজ বিচ্ছিন্ন। তারা দিনের পর দিন চুপ থাকার কারণে আজ ফিলিস্তিনে মুসলিম ভাই-বোনের প্রাণ ঝরছে। বর্বর ইসরাইল ন্যাক্কারজনকভাবে গণহত্যা চালাচ্ছে। গাজা উপত্যকা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ইতিহাস দখলদার ইহুদিবাদী ইসরাইলকে ক্ষমা করবে না। আমরা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।

Advertisement

বক্তারা আরও বলেন, ইসরাইলের সব ধরনের পণ্য ব্যবহার বয়কট করতে হবে। ইসরাইলের দোসরদের চিহ্নিত করে তাদের বয়কট করতে হবে।

সমাবেশ থেকে ইসরাইলি নির্মম হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী ফিলিস্তিনিদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

শাহজাহান নবীন/এসআর/এমএস

Advertisement