অর্থনীতি

ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার টন চাল

ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার টন চাল

ভিয়েতনাম থেকে ১২ হাজার ৭০০ টন চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সোমবার (৭ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি ভিয়েতনামের সঙ্গে সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় এ আতপ চাল কেনা হয়েছিল। ওই সময় এক লাখ টন চালের চুক্তি হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৭০০ টনের এ চালান এসেছে। এরই মধ্যে চুক্তি মোতাবেক বিভিন্ন চালানে মোট ৬০ হাজার টন চাল দেশে পৌঁছেছে।

এনএইচ/এমআরএম/এএসএম

Advertisement