গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে বড় দেওড়া মুদাফা এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত আলিমুল (২৫) নীলফামারীর কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। তিনি মুদাফা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
স্থানীয়রা জানান, বড় দেওড়া মুদাফা এলাকায় উত্তরা প্রবর্তন সিটির মাঠের পাশে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই যুবক। তখন লোকজন তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন ডা. তারানা বিনতে আনোয়ার।
নিহতের বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানান এই চিকিৎসক।
Advertisement
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এএসএম