দেশজুড়ে

নিখোঁজ হওয়া গৃহবধূ পরকীয়া প্রেমিকসহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজ হওয়া তিন সন্তানের জননী এক গৃহবধূকে (৩০) উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

নিখোঁজের চারদিন পর শনিবার (৫ এপ্রিল) রাতে তাকে বাকেরগঞ্জে পরকীয়া প্রেমিক হাসান মাহমুদের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) গভীর রাতে প্রেমিক হাসান মাহমুদের শরীরের রক্ত ছিটিয়ে তার সঙ্গে পালিয়ে যান ওই গৃহবধূ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরের দিন ওই নারীর স্বামী আলমগীর হোসেনসহ ৯ জনের নামে একটি অপহরণ মামলা করেন গৃহবধূর বাবা আলমগীর হাওলাদার। পরে পুলিশ সাতজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তারা বর্তমানে কারাগারে।

Advertisement

এ ঘটনার পর শনিবার রাতে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে ও তার প্রেমিককে থানায় নিয়ে এলে তাদের শাস্তির দাবিতে ভিড় করে শতশত মানুষ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, ওই গৃহবধূ ও তার পরকীয়া প্রেমিককে একই মামলায় আসামি করা হবে।

আসাদুজ্জামান মিরাজ/জেডএইচ/জিকেএস

Advertisement