খেলাধুলা

ভারতের অন্তর্বর্তীকালীন কোচ সঞ্জয় বাঙ্গার

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আর এ সফরে ভারতের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির সাবেক অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার। এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর অধীনে সহযোগী কোচ হিসেবে কাজ করেছেন। আর দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অভয় শর্মা। তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দল এবং ভারতের ‘এ’ দলের সাথেও কাজ করেছেন।এদিকে কোহলিসহ সুরেশ রায়না, রোহিত শর্মা, শিখর ধাওয়ান ও রবিচন্দ্রন অশ্বিন সহ-সাতজন সিনিয়র ক্রিকেটারকে এই সফরে পাঠানো হচ্ছে না। এ সফরে ধোনির নেতৃত্বে তৃতীয় সারির একটি দল পাঠাচ্ছে ভারত।  উল্লেখ্য, জিম্বাবুয়ে সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। আর খেলা শুরু হবে ১১ জুন থেকে।এমআর/এমএস

Advertisement