বিনোদন

বাসায় থিয়েটার আনার আবদার শাকিবপুত্র বীরের

বাবা-মায়ের সিনেমা প্রেক্ষাগৃহে চললেও বয়স কম হওয়ায় হলে গিয়ে দেখা হয়নি শাকিবপুত্র শেহজাদ খান বীরের। তবে সিনেমা দেখার জন্য বাসায় থিয়েটার নিয়ে আসার আবদার করেছে তাদের ছেলে। শেহজাদ খান বীরের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করে তার মা বুবলী ক্যাপশনে এমন কথাই জানিয়েছেন।

Advertisement

বুবলী ক্যাপশনে লিখেছেন, শেহজাদ স্যারকে বললাম, স্যার, বাবা–মায়ের সিনেমা চলছে সিনেমা থিয়েটারে, সবাই দেখছে, আপনি দেখবেন না উনি বললেন, ‘বাসায় বসে দেখব, থিয়েটার বাসায় নিয়ে এসো।’

এবারের ঈদে মুক্তি পেয়েছে ‘জংলি’ সিনেমা। এতে অভিনয় করেছেন শবনম বুবলী। প্রেম ও প্রতিশোধের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন সিয়া, দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান।

আরও পড়ুন:পাইরেসির কবলে শাকিবের ‘বরবাদ’, থানায় জিডিসিনেপ্লেক্স থেকে নামানো হয়েছে শাকিবের ‘অন্তরাত্মা’

অন্যদিকে ঈদের দিন সারাদেশের ১২০ সিনেমা হলে চলছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি। সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স থেকে মফস্বলের সিঙ্গেল স্ক্রিন সবখানেই সিনেমাটি ভালো আয় করছে বলে জানা যাচ্ছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

Advertisement

এমআই/এমএমএফ/জেআইএম