হবিগঞ্জের বাহুবলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Advertisement
সংঘর্ষের সময় অন্তত ৩০টি ঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রোববার (৬ এপ্রিল) সকালে ওই উপজেলা স্নানঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন কিসমত আলী (৪০) ও তার ভাই জবেদ আলী (৩৮)।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে স্নানঘাট গ্রামের জবেদ আলী নামে এক ব্যক্তিকে মারধোর করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশাহিদ ও কৃষক লীগ নেতা ফয়জুর রহমান। স্থানীয় মরুব্বিরা বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেন।
Advertisement
কিন্তু মোশাহিদ আলীর নেতৃত্বে একদল লোক সালিশের মুরুব্বিদের ওপর অতর্কিত হামলা চালায়। এর জের ধরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেডএইচ/জেআইএম
Advertisement