কুমিল্লার বাড়বকুণ্ড সেকশনে কর্তব্যরত অবস্থায় গেটম্যান নাজমুল হাসান ও জালালউদ্দিনের ওপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতের প্রতিবাদ ও দোষীদের বিচারের আওতায় আনা এবং নিরাপদ কর্মস্থলের পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল।
Advertisement
রোববার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এই কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ মার্চ দায়িত্ব পালনকালে স্থানীয় অটোরিকশা চালকরা গেট নং টি/২০ এ কর্তব্যরত অবস্থায় গেটম্যান নাজমুল হোসেন ও জালালউদ্দিনের ওপর হামলা চালায়। রেলের শ্রমিকদের জীবন অনিরাপদ। বিপদে পড়লে বা কেউ শ্রমিকদের ওপর হামলা করলে কেউই এগিয়ে আসে না। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত শ্রমিকদের কাজ করে যেতে হয়। হামলার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে হামলাকারীরা আরও সুযোগ পাবে। তাই হামলাকরীদের শাস্তি চান তারা।
রেল শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইমরুল কায়েস পলাশ বলেন, কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব প্রতিষ্ঠানের, তাদের এই ব্যর্থতার দায়ে শ্রমিক কর্মক্ষমতা হারাচ্ছে, তার পরিবার অসহায়ত্ব জীবন যাপন করতে হচ্ছে। অনিরাপদ কর্মস্থলের জন্য শারীরিক অক্ষমতার দায় শ্রমিককেই বহন করতে হয়, সেক্ষেত্রে রাষ্ট্র বা প্রতিষ্ঠান কোনো দায়ভার গ্রহণ করে না।
Advertisement
তিনি বলেন, অনিরাপদ কর্মস্থলের দায়ে ক্ষতিগ্রস্ত শ্রমিককে ও তার পরিবার ভরণ-পোষণ যেন স্বাভাবিক জীবনযাত্রা মানের হয় তার সম আর্থিক মজুরি দিতে হবে।
বক্তারা বলেন, অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রেল প্রশাসনকে কর্তব্যরত অবস্থায় শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে রেল শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক আহামুদুর রহমান টিটু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউল আলম ঝোলনসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
এনএস/এমআরএম/জেআইএম
Advertisement