আন্তর্জাতিক

ভারতে বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

ভারতে বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

ভারতের উড়িষ্যায় বাংলাদেশি পর্যটক বহনকারী একটি বাস উল্টে অন্তত একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

আরও পড়ুন>>

বাংলাদেশিদের অপেক্ষায় দীর্ঘশ্বাস বাড়ছে পেট্রাপোলের ব্যবসায়ীদের বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধ হতে চলেছে কলকাতার হোটেলগুলো ভারত নিয়ে গাড়িচালকের সঙ্গে তর্ক, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিকে ফেরত

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৭০ জন তীর্থযাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। তারা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর হয়ে কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শনের পর পুরীতে যাচ্ছিলেন।

Advertisement

দুর্ঘটনার পরপরই পুলিশ ও অগ্নি নির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

Odisha: A tourist bus carrying Bangladeshi pilgrims overturned near CIFA on the Bhubaneswar-Puri National Highway, killing one and injuring over 15. The pilgrims were en route to Puri. The driver reportedly fell asleep. Rescue operations are ongoing pic.twitter.com/MbVusxHw9p

— IANS (@ians_india) April 6, 2025

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

এখনো উদ্ধার কার্যক্রম চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

সূত্র: আইএএনএস, উড়িষ্যা টিভিকেএএ/