দেশজুড়ে

টঙ্গীতে সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

টঙ্গীতে সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

গাজীপুরের টঙ্গীতে সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত অরুন কুমার টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকা যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে।

জানা গেছে, সকাল ১০টার দিকে অরুন কুমার মল্লিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত হন। পরে তাকে স্থানীয়রা টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এস আই) ফরিদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ সড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। হাসপাতালে গিয়ে পুলিশ মরদেহ হেফাজতে নিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. আমিনুল ইসলাম/এমএন/এমএস

Advertisement