দেশজুড়ে

মুরগি মেরে ফেলার বিচার চেয়ে থানার গেটে বসে পড়লেন নারী

হাতে মরা মুরগি নিয়ে থানায় এসেছেন রশিদা বেগম নামে এক নারী। মুরগি মেরে ফেলার বিচার চেয়ে তিনি বসে পড়েছেন থানার গেটে। ভিক্ষার টাকায় কিনে যত্নে লালন-পালন করা মুরগি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন।

Advertisement

শনিবার (৫ এপ্রিল) বিকেলে লালমনিরহাট সদর থানায় এ দৃশ্য দেখা যায়। এসময় তিনি পাঁচটি মৃত মুরগি নিয়ে অবস্থান করেন।

রশিদা বেগমের দাবি, কেউ শত্রুতা করে বিষ দিয়ে তার মুরগিগুলো মেরে ফেলেছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘কায় মোর এমন সর্বনাশ করিল? মুই গরিব মানুষ, কার কী ক্ষতি করেছি?’

Advertisement

রশিদা বেগমের বাড়ি লালমনিরহাটের গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজার এলাকায়। স্বামীর মৃত্যুর পর তিনি এক মেয়ে ও মেয়ের জামাইদের সঙ্গে বসবাস করেন। কৃষিকাজে দিনমজুরি করেন তিনি। পাশাপাশি হাঁস-মুরগি ও গরু পালন করেন।

রাশিদা বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে মুরগিগুলোকে খাবার দিয়ে উঠানে ছেড়ে দেন। পরে বাড়ির বাইরে যান কাজে। ফিরে এসে দেখতে পান মুরগিগুলো নিথর হয়ে পড়ে আছে। শত্রুতা করে কেউ বিষ দিয়ে মুরগিগুলোকে মেরে ফেলেছে বলে তার ধারণা।

তিনি আরও জানান, আদর-যত্নে বড় করা এই মুরগিগুলো কিনেছিলেন ভিক্ষা করে। এই মুরগিগুলো ছিল তার সম্বল। মুরগির ডিম বিক্রি করতেন, বাচ্চা ফুটিয়ে বড় করার আশা ছিল। সেই আশা শত্রুরা মুহূর্তেই শেষ করে দিয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। প্রাথমিকভাবে মুরগিগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগকারী নারীর সন্দেহ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে।’

Advertisement

রবিউল হাসান/এমএন/এমএস