জাতীয়

ঢাকায় ঝোড়ো হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

টানা তাপপ্রবাহের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ঝোড়ো হাওয়াসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তাপপ্রবাহের মধ্যে এ বৃষ্টি ভিজিয়ে দিয়েছে রাজধানীর রাজপথ, স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছে জনজীবনে।

Advertisement

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যার পর থেকে ঢাকার আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা যায়। এরপর শুরু হয় ঝোড়ো হাওয়া। সন্ধ্যা ৭টার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

এদিকে, হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো পথচারীরা। তবে, বৃষ্টিতে অনেকে যেমন বিপাকে পড়েন, তেমনি অনেকে স্বস্তি প্রকাশ করেন।এর আগে বিকেলে শনিবার রাত ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরএএস/এমএএইচ/জেআইএম

Advertisement