ইংল্যান্ডের ক্রিকেট আবারও টালমাটাল হয়ে পড়েছে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খারাপ পারফরম্যান্স করেছে ইংলিশরা।
Advertisement
পরপর তিনটি আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতার পর জস বাটলার অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এখন তার বদলি খুঁজছে।
বর্তমানে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন বেন স্টোকস। তাকেই ইংল্যান্ডের ওয়ানডে দলের নেতৃত্ব নেওয়ার সম্ভাব্য ব্যক্তি হিসেবে দেখছেন অনেকে।
কিন্তু ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এই চিন্তাভাবনার প্রবল বিরোধি। বিবিসির এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘স্টোকস সাদা বলের ক্রিকেট খেলবে বলে ভাবলে, সেটা একদমই ভুল মনে করা হবে।’
Advertisement
ভন যোগ করেন, ‘ও কিন্তু শুধু ইংল্যান্ডের হয়ে ম্যাচ খেলার সময়ই নয়, অনুশীলনের সময়ও নিজের সেরাটাই দেয়। সর্বোচ্চ প্রয়াস করে। ফলে টেস্টের জন্য নিজেকে এতটা উৎসর্গ করে দিয়েছে এবার তাঁকে ওডিআইয়ের অধিনায়ক হিসেবেও বিবেচনা করাটা স্বার্থপরতা হবে বলে আমার মনে হয়। ও ইংল্যান্ডকে ভালোবাসে বলে হয়ত না বলতে পারবে না, কিন্তু আমার মনে হয় সেটা করা উচিত নয়। ও যেটা করছে মন দিয়ে, ওকে সেটাই করতে দেওয়া উচিত।’
এমএমআর/এমএস