খেলাধুলা

সুপার লিগের চিন্তা ছেড়ে দিয়েছেন মাশরাফি!

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ইতোমধ্যেই শেষ হয়ে গেছে আট রাউন্ড। আট রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মোহামেডান ও দোলেশ্বর। আর সেখানে মাত্র ৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। তাই শেষ তিন রাউন্ডে অলৌকিক কিছু না হলে সুপার সিক্স ওঠা কঠিন হয়ে যাবে মাশরাফিদের জন্য। সুতরাং, সুপার সিক্সে ওঠার ভাবনা থেকেই বেরিয়ে এসেছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দারুণ রোমাঞ্চকর এক জয় পেয়েছে মাশরাফিরা। ভিক্টোরিয়ার বিপক্ষে ৮ রানের দারুণ জয়ের পরও সুপার সিক্সে ওঠা অনেক কঠিন বলে মনে করেন মাশরাফি। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সুপার লিগ এখন আর সম্ভব বলে মনে হয় না। সেদিকে তাকিয়ে আমাদের লাভ নেই। শেষ ৩টি ম্যাচ ভালোভাবে শেষ করা উচিত। আমরা সে দিকেই নজর দিচ্ছি।’তবে এ জয়ে রেলিগেশন লিগ খেলার দুশ্চিন্তা থেকে অনেকটা এগিয়েছেন মাশরাফিরা। শেষ তিন ম্যাচে সুপার সিক্স না হলেও সেফ জোনে থাকতে পারবেন তারা। তাই রেলিগেশন লিগ এড়ানোই মূল লক্ষ্য তাদের। তবে এবারের লিগে প্রায় নিশ্চিত জয় পাওয়ার পথে থেকে দুটি ম্যাচে হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। সুতরাং, ভাগ্যকে সঙ্গে না পাওয়ায় কিছুটা হতাশা ঝরে পড়লো অধিনায়কের মুখে। ‘আমরা সঠিক ক্রিকেট খেলতে পারিনি। আর অভিজ্ঞতার ব্যাপারও থাকে। যে দুটি ম্যাচ হেরেছি, ভগ্যের দায় দিতে পারি না। তবে কখনও কখনও ভাগ্যের সহায়তা কিছু লাগে। ভাগ্যটা পাশে থাকলে হয়ত ওই দুটি ম্যাচ জিততাম আমরা। তাহলে আজ পয়েন্ট হতো ১০। মানে বেশ ভালো অবস্থানে থাকতাম আমরা।’প্রিমিয়ার লিগে এবার শুরু থেকেই বেশ জমজমাট খেলা হচ্ছে। এর কারণ হিসাবে মাশরাফি জানান, সবাই সবসময় সিরিয়াস থাকে বলেই হয়। এবার অপ্রত্যাশিত বেশ কিছু ফলাফলও হয়েছে মনে করেন তিনি। পয়েন্ট টেবিলেও সবাই খুব কাছাকাছি। তাই এটা ভালো প্রতিদ্বন্দ্বিতারই প্রতিফলন বলে উল্লেখ করেন দেশ সেরা এ পেসার।আরটি/আইএইচএস/পিআর

Advertisement