কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।
Advertisement
এসময় দুটি একনলা বন্দুকসহ মো. ইসহাক ও জাবেরকে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার।
তিনি বলেন, বুধবার (২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকস্থ এলাকায় নুর কামাল ও ইসমাইল গ্রুপের ৭-৮ জন সদস্য একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে এক রোহিঙ্গা ছেলেকে ছুরিকাঘাত করে। এসময় রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ২-৪ রাউন্ড ফাঁকা গুলি করে। এই সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
এসময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দলের এক সদস্যের হাতের কবজিতে গুলি লাগে।
Advertisement
পরবর্তীতে পুলিশ সদস্যরা ডাকাত দলকে আটকের লক্ষ্যে ধাওয়া দিলে তারা পাহাড়ের দিকে পালানোর সময় দুটি একনলা বন্দুকসহ মো. ইসহাক ও মো. জাবেরদের স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আটক করা হয়।
জাহাঙ্গীর আলম/জেডএইচ/জেআইএম