জাতীয়

প্রধান উপদেষ্টা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন শিনাওয়াত্রার মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংককের একটি হোটেলে বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে তাদের সাক্ষাৎ হয়।

এসময় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন শিনাওয়াত্রা প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলেন।

আরও পড়ুন

Advertisement

তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার পরামর্শ ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন থাইল্যান্ডের সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রী (এমএসডিএইচএস) বরাওয়ুত সিলপা-আর্চা এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা। এদিন সকাল ৮টা ৫৫ মিনিটে ব্যাংকের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

আরও পড়ুন

প্রথমবার বৈঠকে বসছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদী

সফরের প্রথমদিন বৃহস্পতিবার ড. ইউনূস সম্মেলনের ইয়ুথ কনফারেন্সে যোগ দেবেন। দ্বিতীয় দিন শুক্রবার তিনি সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে তার।

Advertisement

এমইউ/এমকেআর/এমএস