সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংক লরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
Advertisement
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের পূর্বদেলুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার আলোকদিয়ার গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শরিফুল ইসলাম (৩৫) ও ডুবডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আব্দুল মমিন (৩৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জাগো নিউজকে জানান, অটোরিকশাটি উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এটি পূর্বদেলুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
Advertisement
এসময় অটোরিকশা চালকসহ আহত হন আরও চারজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং লরি চালককে আটক করে।
এম এ মালেক/জেডএইচ/এমএস