দেশজুড়ে

সিরাজগঞ্জে বইছে মৃদু তাপপ্রবাহ

সিরাজগঞ্জের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি) বয়ে যাচ্ছে। ফলে তাপমাত্রা ও গরমের অনুভূতি বেড়েছে।

Advertisement

আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও দুই-একদিন এ মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ২টার দিকে শাহজাদপুর বাঘাবাড়ি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Advertisement

আগামী কয়েক দিনের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আরও দিই একদিন মৃদু তাপপ্রবাহ থাকতে পারে। এছাড়া বছরে সবচেয়ে বেশি গরম পড়ে এপ্রিল মাসে। এখন যে তাপমাত্রা, এটা এ সময়ের স্বাভাবিক। আগামী দুই একদিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলে তাপমাত্রা কমবে বলে জানান তিনি।

এম এ মালেক/এএইচ/এমএস