বিনোদন

জয়ার বাগানের টাটকা সবজি

দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের বাইরেও তার প্রিয় কিছু বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে ভীষণ পছন্দ করেন। প্রিয় পোষ্য এবং তাদের ছাদ বাগানের বিভিন্ন দৃশ্য অনুরাগীদের জন্য তার ফেসবুকে শেয়ার করেন। এর পেছনে হয়তো জয়ার অন্য উদ্দেশ্যও রয়েছে। তার এ কাজ দেখে যাতে অন্যরা অনুপ্রাণিত হন সেই উদ্দেশ্যও থাকতে পারে এ অভিনেত্রীর।

Advertisement

আজ (৩ এপ্রিল) জয়া তার ছাদ বাগানের কিছু টাটকা সবজি সংগ্রহ করেছেন। এর ছবি তিনি ফেসবুকে প্রকাশ করেছেন। এর ক্যাপশন জয়া ইংরেজিতে লিখেছেন। যার অর্থ দাঁড়ায়, ‘বাগান থেকে টাটকা সবজি সংগ্রহ করলাম।’ তার প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুই জাতের কুমড়া, পাকা মরিচ ও লাউ।

জয়ার এ ছবি দেখে তার ভক্তরা ভীষণ আনন্দিত, তার ছবির মন্তব্যগুলো দেখেই বোঝা যায়। ইমতু নামের একজন জয়ার এ সবজির প্রশংসা করে লিখেছেন, ‘শুধু ফ্রেশ নয়, দেখতেও দারুণ।’ মো. ফয়সাল লিখেছেন, ‘আপা আপনার ফার্ম হাউস কোথায়?’

এদিকে সম্প্রতি জয়া আহসান ভারতের পশ্চিমবঙ্গ থেকে ‘জয় ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ২০২৫’-এ পুরস্কৃত হয়েছেন। সেখান থেকে তিনি ‘ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন।

Advertisement

আরও পড়ুন: পোষা কুকুরের সঙ্গে সময় কাটাচ্ছেন জয়া আহসান কলকাতায় আবারও পুরস্কৃত জয়া আহসান

এর আগে অভিনয়ের জন্য কলকাতার জয় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন জয়া আহসান। অ্যাওয়ার্ড জয়ের পর সামাজিক মাধ্যমে জয়া লিখেছেন, ‘এ বছর গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।’

এমএমএফ/এএসএম