জাতীয়

ট্রেনের ছাদে ভ্রমণে বিরত থাকার অনুরোধ রেলওয়ের

ট্রেনের ছাদে ও বাফারে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এই অনুরোধ জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, ট্রেনের ছাদে ও বাফারে ভ্রমণ ঝুঁকিপূর্ণ ও আইনত দণ্ডনীয় অপরাধ। এতে মারাত্মক দুর্ঘটনা এমনকি প্রাণহানি ঘটতে পারে। যাত্রী সাধারণকে ট্রেনের ছাদে ও বাফারে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

এর আগে বুধবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে দাঁড়িয়ে ভিডিও বানানোর সময় পড়ে গিয়ে দুই তরুণ নিহত হন। উপজেলার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুই তরুণ।

আরও পড়ুন

Advertisement

পড়ে গিয়ে মারা গেলেন আরও এক যুবক, নিহত বেড়ে দুই গাজীপুরে ট্রেনের পাওয়ার কারে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন অতিক্রম করে। ট্রেনটি আখাউড়ার মোগড়া রেলওয়ে সেতু এলাকায় পৌঁছালে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা চার তরুণ উঠে দাঁড়ান এবং ভিডিও বানাতে শুরু করেন। তিন তরুণ মিলে একজনের ভিডিও করছিলেন। এ সময় রেললাইনের ওপর দিয়ে যাওয়া ডিস এন্টেনার তারে জড়িয়ে তারা ট্রেনের ছাদ থেকে পড়ে যান।

এনএস/ইএ/এমএস