আন্তর্জাতিক

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কত শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

সারা বিশ্বের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপরও নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্কনীতিতে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ শুল্কের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সর্বোচ্চ শুল্ক বসছে শ্রীলঙ্কার ওপর এবং সর্বনিম্ন মালদ্বীপ, ভুটান ও নেপালে।

Advertisement

এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর আরোপিত শুল্কহার:

শ্রীলঙ্কা – ৪৪ শতাংশ (যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক: ৮৮ শতাংশ)বাংলাদেশ – ৩৭ শতাংশ (যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক: ৭৪ শতাংশ) পাকিস্তান – ২৯ শতাংশ (যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক: ৫৮ শতাংশ) ভারত – ২৬ শতাংশ (যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক: ৫২ শতাংশ) আফগানিস্তান – ১৮ শতাংশ (যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক: ৩৫ শতাংশ) নেপাল – ১০ শতাংশ (যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক: ১০ শতাংশ)ভুটান – ১০ শতাংশ (যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক: ১০ শতাংশ) মালদ্বীপ – ১০ শতাংশ (যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক: ১০ শতাংশ)

আরও পড়ুন>>

Advertisement

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের ট্রাম্পের ঘোষণায় সর্বোচ্চ শুল্ক আরোপ হলো যেসব দেশে সবচেয়ে কম শুল্ক আরোপ হলো যেসব দেশে শুল্কহারের পার্থক্য

প্রতিটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কহার সাধারণত সেই দেশের যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর আরোপিত শুল্ক হারের অর্ধেক বা ন্যূনতম ১০ শতাংশ। উদাহরণস্বরূপ, শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৮ শতাংশ শুল্ক আরোপ করে, তাই যুক্তরাষ্ট্র ৪৪ শতাংশ শুল্ক আরোপ করেছে।

কোন দেশের ওপর কত শতাংশ শুল্ক

আলজেরিয়া – ৩০ শতাংশওমান – ১০ শতাংশউরুগুয়ে – ১০ শতাংশবাহামাস – ১০ শতাংশলেসোথো – ৫০ শতাংশইউক্রেন – ১০ শতাংশবাহরাইন – ১০ শতাংশকাতার – ১০ শতাংশমরিশাস – ৪০ শতাংশফিজি – ৩২ শতাংশআইসল্যান্ড – ১০ শতাংশকেনিয়া – ১০ শতাংশলিচেনস্টাইন – ৩৭ শতাংশগায়ানা – ৩৮ শতাংশহাইতি – ১০ শতাংশবসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা – ৩৫ শতাংশনাইজেরিয়া – ১৪ শতাংশনামিবিয়া – ২১ শতাংশব্রুনাই – ২৪ শতাংশবলিভিয়া – ১০ শতাংশপানামা – ১০ শতাংশভেনেজুয়েলা – ১৫ শতাংশনর্থ মেসিডোনিয়া – ৩৩ শতাংশইথিওপিয়া – ১০ শতাংশঘানা – ১০ শতাংশচীন – ৩৪ শতাংশইউরোপীয় ইউনিয়ন – ২০ শতাংশভিয়েতনাম – ৪৬ শতাংশতাইওয়ান – ৩২ শতাংশজাপান – ২৪ শতাংশভারত – ২৬ শতাংশদক্ষিণ কোরিয়া – ২৫ শতাংশথাইল্যান্ড – ৩৬ শতাংশসুইজারল্যান্ড – ৩১ শতাংশইন্দোনেশিয়া – ৩২ শতাংশমালয়েশিয়া – ২৪ শতাংশকম্বোডিয়া – ৪৯ শতাংশযুক্তরাজ্য – ১০ শতাংশদক্ষিণ আফ্রিকা – ৩০ শতাংশব্রাজিল – ১০ শতাংশবাংলাদেশ – ৩৭ শতাংশসিঙ্গাপুর – ১০ শতাংশইসরায়েল – ১৭ শতাংশফিলিপাইন – ১৭ শতাংশচিলি – ১০ শতাংশঅস্ট্রেলিয়া – ১০ শতাংশপাকিস্তান – ২৯ শতাংশতুরস্ক – ১০ শতাংশশ্রীলঙ্কা – ৪৪ শতাংশকলম্বিয়া – ১০ শতাংশপেরু – ১০ শতাংশনিকারাগুয়া – ১৮ শতাংশনরওয়ে – ১৫ শতাংশকোস্টা রিকা – ১০ শতাংশজর্ডান – ২০ শতাংশডোমিনিকান রিপাবলিক – ১০ শতাংশসংযুক্ত আরব আমিরাত – ১০ শতাংশনিউজিল্যান্ড – ১০ শতাংশআর্জেন্টিনা – ১০ শতাংশইকুয়েডর – ১০ শতাংশগুয়াতেমালা – ১০ শতাংশহন্ডুরাস – ১০ শতাংশমাদাগাস্কার – ৪৭ শতাংশমিয়ানমার – ৪৪ শতাংশতিউনিসিয়া – ২৮ শতাংশকাজাখস্তান – ২৭ শতাংশসার্বিয়া – ৩৭ শতাংশমিশর – ১০ শতাংশসৌদি আরব – ১০ শতাংশএল সালভাদর – ১০ শতাংশআইভরি কোস্ট (কোত দিভোয়ার) – ২১ শতাংশলাওস – ৪৮ শতাংশবতসোয়ানা – ৩৭ শতাংশত্রিনিদাদ ও টোবাগো – ১০ শতাংশমরক্কো – ১০ শতাংশ

মোট দেশের সংখ্যা

পুরো তালিকায় ১৮১টি দেশ ও অঞ্চলের নাম উল্লেখ রয়েছে, এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যকে একক সত্তা হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব দেশের ওপর আরোপিত নতুন শুল্ক হারগুলো এ সপ্তাহেই কার্যকর হচ্ছে।

কেএএ/

Advertisement