যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন শিল্পকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে শতাধিক দেশের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ শুল্ক আরোপ হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের নামও।
Advertisement
আরও পড়ুন>>
বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কত শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প সবচেয়ে কম শুল্ক আরোপ হলো যেসব দেশেসর্বোচ্চ শুল্ক আরোপ হওয়া ৫০টি দেশের মধ্যে রয়েছে:
লেসোথো – ৫০ শতাংশউত্তর কোরিয়া – ৫০ শতাংশরাশিয়া – ৫০ শতাংশসেন্ট পিয়েরে এবং মিকেলন – ৫০ শতাংশকম্বোডিয়া – ৪৯ শতাংশলাওস – ৪৮ শতাংশমাদাগাস্কার – ৪৭ শতাংশভিয়েতনাম – ৪৬ শতাংশমিয়ানমার (বার্মা) – ৪৪ শতাংশশ্রীলঙ্কা – ৪৪ শতাংশফকল্যান্ড আইল্যান্ডস – ৪১ শতাংশসিরিয়া – ৪১ শতাংশমরিশাস – ৪০ শতাংশ ইরাক – ৩৯ শতাংশ গায়ানা – ৩৮ শতাংশবাংলাদেশ – ৩৭ শতাংশলিচেনস্টাইন – ৩৭ শতাংশসার্বিয়া – ৩৭ শতাংশবতসোয়ানা – ৩৭ শতাংশরিইউনিয়ন – ৩৭ শতাংশ থাইল্যান্ড – ৩৬ শতাংশবসনিয়া ও হার্জেগোভিনা – ৩৫ শতাংশ চীন – ৩৪ শতাংশউত্তর মেসিডোনিয়া – ৩৩ শতাংশফিজি – ৩২ শতাংশতাইওয়ান – ৩২ শতাংশইন্দোনেশিয়া – ৩২ শতাংশঅ্যাঙ্গোলা – ৩২ শতাংশসুইজারল্যান্ড – ৩১ শতাংশমলদোভা – ৩১ শতাংশ লিবিয়া – ৩১ শতাংশ নাউরু – ৩০ শতাংশ আলজেরিয়া – ৩০ শতাংশ দক্ষিণ আফ্রিকা – ৩০ শতাংশ পাকিস্তান – ২৯ শতাংশ তিউনিসিয়া – ২৮ শতাংশ কাজাখস্তান – ২৭ শতাংশ ভারত – ২৬ শতাংশ দক্ষিণ কোরিয়া – ২৫ শতাংশজাপান – ২৪ শতাংশ মালয়েশিয়া – ২৪ শতাংশব্রুনাই – ২৪ শতাংশ ভানুয়াতু – ২২ শতাংশনামিবিয়া – ২১ শতাংশকোত দিভোয়ার – ২১ শতাংশ ইউরোপীয় ইউনিয়ন – ২০ শতাংশজর্ডান – ২০ শতাংশআফগানিস্তান – ১৮ শতাংশজিম্বাবুয়ে – ১৮ শতাংশনিকারাগুয়া – ১৮ শতাংশ
Advertisement
যুক্তরাষ্ট্রের ঘোষিত সর্বোচ্চ শুল্কহার ৫০ শতাংশ, যা লেসোথো, উত্তর কোরিয়া, রাশিয়া এবং সেন্ট পিয়েরে এবং মিকেলনের ওপর আরোপ করা হয়েছে। এই দেশগুলোর মধ্যে উত্তর কোরিয়া এবং রাশিয়া যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা তালিকার সর্বোচ্চ।
দক্ষিণ এশিয়ার দেশএই ৫০টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ (৩৭ শতাংশ), শ্রীলঙ্কা (৪৪ শতাংশ), পাকিস্তান (২৯ শতাংশ), ভারত (২৬ শতাংশ) এবং আফগানিস্তান (১৮ শতাংশ) রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নইউরোপীয় ইউনিয়নকে একটি একক সত্তা হিসেবে গণনা করা হয়েছে, এবং তার ওপর আরোপিত শুল্কহার ২০ শতাংশ।
মোট দেশের সংখ্যাপুরো তালিকায় ১৮১টি দেশ ও অঞ্চলের নাম উল্লেখ রয়েছে, এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যকে একক সত্তা হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব দেশের ওপর আরোপিত নতুন শুল্ক হারগুলো এ সপ্তাহেই কার্যকর হচ্ছে।
Advertisement
কেএএ/