কুষ্টিয়া শহরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
দুর্ঘটনায় নিহত রাহাত ইসলাম পলাশ (৩০) জেলা শহরের মোল্লাতেঘরিয়ার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে কর্মরত ছিলেন। অন্যজন ফাহিম অনিক (২৩)। তিনি ফ্রিল্যান্সিং করতেন। তারা সম্পর্কে মামা-ভাগনে।
এ ছাড়াও দুর্ঘটনায় তানভীর গণি (২৩) নামে আরেকজন আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, মোটরসাইকেলটি পার্শ্ববর্তী সড়ক থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে উঠে চৌড়হাসের দিকে যাচ্ছিলো। এসময় মজমপুর গেটের দিক থেকে আসা দ্রুতগতির প্রাইভেটকারটি তাদের ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আরোহীরা। এতে দুইজন নিহত হয়েছেন।
Advertisement
আল-মামুন সাগর/এমএন/এএসএম