জাতীয়

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩: পুলিশ

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র দা, চাকু ও নাইফ জব্দ করা হয়।

গ্রেফতাররা হলো- চান্দগাঁও থানার মো. সাজ্জাদ (২৪), বাঁশখালী থানার রোমান ইসলাম রাজু (১৯) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানার মো. নাছির (২৫)।

চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাতে পাঠানিয়াগোদা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ধারালো দা-ছুরি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়ের করে তাদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এমডিআইএইচ/এমএইচআর/এএসএম