ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যেদিন নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যাত্রা শুরু হয়, তখনই আমরা আনুষ্ঠানিকভাবে তাদের শুভকামনা জানিয়েছি। দেশের সব ছাত্র সংগঠনের প্রতি আমাদের এ শুভকামনা অব্যাহত থাকবে। কিন্তু যারা প্রকাশ্যে রাজনীতি না করে গুপ্ত রাজনীতি ও পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তাদের প্রতি আমাদের শুভকামনা নেই।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, গত ১৫ বছরে যারা শত শত মামলার আসামি, যাদের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য অবশ্যই সংগঠনের দায় রয়েছে। আমরা সেই দায়কে অস্বীকার করতে পারি না। এরইমধ্যে আমরা সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে ৭ শতাধিক কমিটি ঘোষণা করেছি। আমাদের ইচ্ছা সারাদেশের সব প্রতিষ্ঠানে কমিটি করবো। এরপর পৌর, উপজেলা ও জেলা কেন্দ্রীয় সংসদের কমিটি করা হবে।
তিনি বলেন, সব ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের ছাত্র রাজনীতির ধারাবাহিকতা থাকবে। কোনো ক্যাম্পাসে সন্ত্রাস থাকবে না, আধিপত্য থাকবে না। সাধারণ শিক্ষার্থীরা নির্ভয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে প্রতিটি ক্যাম্পাসে বিচরণ করবে। ছাত্রদলের নেতা-কর্মীরা ভাই ও বোন হিসেবে তাদের পাশে থাকবে।
এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নগরীর মাসকান্দা থেকে মোটরসাইকেল শোভাযাত্রায় রাকিবুল ইসলাম রাকিবকে নেতা-কর্মীরা বরণ করে নেন। পরে ময়মনসিংহে পৌঁছালে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম