দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধদের মিলনমেলা

চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধদের মিলনমেলা

সমাজে বৃদ্ধদের সঙ্গে কেউ কথা বলতে চায় না। ৬০-৭০ বছর বয়স হলে ছেলে-মেয়েদের কাছে অনেক বাবাও হয়ে যায় বোঝা। এতে শেষ বয়সে একা হচ্ছেন বৃদ্ধরা। তবে এমন ব্যক্তিদের বিনোদন দিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনুষ্ঠিত হলো বৃদ্ধদের নিয়ে মিলনমেলা।

Advertisement

এই মিলনমেলায় বৃদ্ধরা পেয়েছেন মন খুলে কথা বলার সঙ্গী। এতে তাদের প্রাণে এসেছে প্রশান্তি। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ধাইনগর ইউনিয়নের দক্ষিণ টোলা গ্রামে ১৫০ জন অসহায় বৃদ্ধাকে নিয়ে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের দক্ষিণ টোলা গ্রামের রুহুল ডাক্তারের বাড়ির পেছনে সকাল থেকেই চলছে বিভিন্ন ধরনের খাবার রান্নার কাজ। দেখে মনে হতে পারে কোনো অনুষ্ঠানের আয়োজন হয়তো। কিন্তু ঠিক তা নয়। গ্রামের অসহায় বৃদ্ধদের খাবারের জন্য চলছে এ আয়োজন। অন্যদিকে বৃদ্ধ ব্যক্তিরা এসে নিজেদের মধ্যে গল্পতে মেতেছেন। একদিনের জন্য ফিরে গেছেন শৈশবে। খাবার শেষে আছে তাদের চিকিৎসা ব্যবস্থাও।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম জানান, এই মেলায় অংশগ্রহণ করেছেন ধাইনগর ইউনিয়নের ষাটোর্ধ্ব, অন্ধ, ফকির, স্বামী পরিত্যক্তা নারীসহ সমাজের বিভিন্ন ধরনের অসহায় বৃদ্ধরা। সবার সঙ্গে খুনসুঁটিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভালোই সময় কাটলো তাদের। পেয়েছেন ঈদের পোশাক ও চিকিৎসা।

Advertisement

আব্দুল হাকিম নামে এক অন্ধ ব্যক্তি বলেন, আমি সারাদিন বাড়িতে একাই বসবাস করি। আমার সঙ্গে কেই কথা বলতে চাই না। এতে আমার নিজেকে খুব অসহায় লাগে। সবাই বলে আমি না কি কথা বুঝতে পারি না। তাই আমার সঙ্গে কথা বলবে না। তবে রোজার ঈদের পরের দিন এখানে প্রতি বছর আামি আসি। এখানে এসে সবার সঙ্গে কথা বলে আমার ভালো লাগে।

ধাইনগর ইউনিয়নের বালটুঙ্গি এলাকার বাসিন্দা মরিয়ম বেগম জাগো নিউজকে বলেন, ছেলেরা আমার ভরণ-পোষণের দায়িত্ব নিতে চাই না। আমি ভিক্ষা করে খায়। এজন্য এলাকার মানুষ আমাকে দেখতে পারে না। সবাই কটূ কথা বলে থাকে। তাই আমি নিজেকে ঘরেই মধ্যে লুকিয়ে রাখি। কিন্তু আজকের দিনে এখানে এসে সবার সঙ্গে কথা বলে আমার ভালো লাগছে।

দক্ষিণ টোলা গ্রামে বৃদ্ধ আনারুল ইসলাম জাগো নিউজকে বলেন, ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে ঢাকায় বসবাস করে। আমি গ্রামেই একাই থাকি। অনেক সময় ছেলেরা আমার খোঁজ নেই না। এতে আমি ভিশন একা হয়ে পড়েছি। তাই এখানে আসা। সবার সঙ্গে গল্প করে ভালো লাগছে।

ধাইনগর সোশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, বৃদ্ধদের খুনসুঁটি দেখে শান্তি পাওয়া যায়। প্রতি বছর ঈদ উপলক্ষে এমন আয়োজন করেন তারা।

Advertisement

গত ১৮ বছর ধরে ঈদুল ফিতরের পরের দিন সমাজের অসহায় বৃদ্ধদের নিয়ে এমন মিলনমেলার আয়োজন করে আসছেন ধাইনগর সোশাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সামাজিক সংগঠন। আগামীতে এই কার্যক্রমের পরিধি বাড়ানোর দাবি স্থানীয়দের।

সোহান মাহমুদ/এমআরএম