বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে ভারতে তীব্র প্রতিক্রিয়া
গত মাসের শেষ সপ্তাহে চীন সফরকালে ড. ইউনূস মন্তব্য করেছিলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য সম্পূর্ণরূপে ল্যান্ডলকড (স্থলবেষ্টিত)। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য নিয়ে ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি, তার এই মন্তব্যকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।
ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি তাণ্ডব, নিহত অন্তত ৩৪
Advertisement
ঈদুল ফিতরের দ্বিতীয় দিনও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার (৩১ মার্চ) তাদের হামলায় অন্তত ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগের দিন দখলদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৬৪ ফিলিস্তিনি, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল।
গাজায় ইসরায়েলি হামলায় ১০ দিনে ৩২২ শিশু নিহত: জাতিসংঘ
ইসরায়েলের নতুন করে শুরু হওয়া হামলায় গাজার অন্তত ৩২২ শিশু নিহত এবং ৬০৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। সোমবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, নিহত ও আহত শিশুদের মধ্যে অনেকে ২৩ মার্চ গাজার দক্ষিণাঞ্চলের আল নাসের হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে হামলার শিকার হয়।
গাজায় ১৫ সহায়তা কর্মী হত্যা করলো ইসরায়েল, যুক্তরাষ্ট্র বলছে দোষ হামাসের
Advertisement
গত সপ্তাহে বর্বরোচিত হামলা চালিয়ে গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত এসব কর্মীকে হত্যা এবং তাদের যানবাহন ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। এ বিষয়ে প্রশ্ন করা হলে ব্রুস বলেন, গাজায় যা কিছু ঘটছে, সব কিছুর জন্য হামাসই দায়ী।
মিয়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়ালো
মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭১৯ জন হয়েছে। এই সংখ্যা ৩ হাজার জনেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেননা সরকারি হিসেবে এখনো ৪ হাজার ৫২১ জন আহত ও ৪৪১ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) এক টেলিভিশন ভাষণে মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইং এসব তথ্য জানান।
একদিনের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দামের নতুন রেকর্ড
বিশ্ববাজারে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে প্রতি আউন্স সোনার দাম ৩ হাজার ১৪৮ ডলার হয়েছে। বিশ্ববাজারে দাম বাড়ায় বাংলাদেশের বাজারেও সোনার দাম এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। রমজানের ঈদের আগে সোনার দাম আরও এক দফা বাড়িয়ে ১ হাজার ৭৭৩ টাকা করা হয়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম উঠেছে ১ লাখ ৫৮ হাজার টাকা।
মালয়েশিয়ায় গ্যাসের পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ৬৩
মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা পেট্রোনাস পরিচালিত একটি গ্যাস পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত অন্তত ৬৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা ও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কে ভারতের যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতি
অ্যালকোহল, ওয়াইন ও স্পিরিট, দুগ্ধজাত পণ্য, মাছ, মাংস ও প্রক্রিয়াজাত সামুদ্রিক খাদ্য, জীবিত প্রাণী ও প্রাণিজ পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, চিনি ও কোকোয়া, জুতা, হীরা-সোনা ও রূপা, শিল্পপণ্য, ভোজ্যতেল ও আকরিক, খনিজ, পেট্রোলিয়াম ও পোশাক খাত।
এবারও সৌদি আরবেই হবে ট্রাম্পের প্রথম বিদেশ সফর?
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্বগ্রহণের পর ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফর হতে পারে সৌদি আরবে। আগামী মাসেই তিনি মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে পারেন। সোমবার (৩১ মার্চ) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প।
পশ্চিমবঙ্গে বাজি কারখানায় বিস্ফোরণে ৪ শিশুসহ ৭ জনের মৃত্যু
পশ্চিমবঙ্গে আবারও বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায়। সেখানে একটি বাড়িতে শব্দবাজি বানানোর সময় এই বিস্ফোরণ ঘটে।
এসএএইচ/এএসএম